ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নৌবাহিনীতে বেসামরিক পদে ২৫২ জনের চাকরির সুযোগ

২০২৫ মার্চ ১১ ১৯:০৯:২৩
নৌবাহিনীতে বেসামরিক পদে ২৫২ জনের চাকরির সুযোগ

ডুয়া ডেস্ক : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে। এর মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডে ২৫২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ১গ্রেড: ১৩বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০

২. পদের নাম: উচ্চমান সহকারীগ্রেড: ১৪পদসংখ্যা: ৭বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

৩. পদের নাম: স্টোর হাউসম্যানগ্রেড: ১৪পদসংখ্যা: ১০বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

৪. পদের নাম: স্টোর হাউস সহকারীগ্রেড: ১৪পদসংখ্যা: ৩বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০

৫. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৬গ্রেড: ১৪বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০

৬. পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টগ্রেড: ১৪পদসংখ্যা: ৪বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

৭. পদের নাম: সহকারী এক্সামিনারগ্রেড: ১৪পদসংখ্যা: ৩বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

৮. পদের নাম: ক্যাশিয়ারগ্রেড: ১৪পদসংখ্যা: ১বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

৯. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টগ্রেড: ১৪পদসংখ্যা: ৪বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০

১০. পদের নাম: নার্সগ্রেড: ১৪পদসংখ্যা: ৪বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০

১১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগ্রেড: ১৬পদসংখ্যা: ৫৩বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১২. পদের নাম: স্টোরম্যানগ্রেড: ১৬পদসংখ্যা: ২০বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৩. পদের নাম: জুনিয়র টাইম কিপারগ্রেড: ১৬পদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৪. পদের নাম: টেলিফোন অপারেটরগ্রেড: ১৬পদসংখ্যা: ৮বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৫. পদের নাম: মুয়াজ্জিনগ্রেড: ১৬পদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৬. পদের নাম: ডার্করুম টেকনিশিয়ানগ্রেড: ১৬পদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৭. পদের নাম: কম্পোজিটরগ্রেড: ১৬পদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৮. পদের নাম: মিডওয়াইফগ্রেড: ১৬পদসংখ্যা: ১বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০

১৯. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্টগ্রেড: ১৭পদসংখ্যা: ৯বেতন স্কেল: ৯,০০০-২১৮০০

২০. পদের নাম: বাইন্ডারগ্রেড: ১৭পদসংখ্যা: ২বেতন স্কেল: ৯,০০০-২১৮০০

২১. পদের নাম: ট্রেসারগ্রেড: ১৭পদসংখ্যা: ৪বেতন স্কেল: ৯,০০০-২১৮০০

২২. পদের নাম: আয়াগ্রেড: ১৯পদসংখ্যা: ৩বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০

২৩. পদের নাম: এমটি ক্লিনারগ্রেড: ১৯পদসংখ্যা: ১বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০

২৪. পদের নাম: ফায়ারম্যানগ্রেড: ১৯পদসংখ্যা: ১৪বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০

২৫. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২)গ্রেড: ২০পদসংখ্যা: ১৬বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

২৬. পদের নাম: লস্করগ্রেড: ২০পদসংখ্যা: ১বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

২৭. পদের নাম: ওয়ার্ডবয়গ্রেড: ২০পদসংখ্যা: ৩বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

২৮. পদের নাম: ফিল্ড হেলথ ওয়ার্কারগ্রেড: ২০পদসংখ্যা: ১বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

২৯. পদের নাম: অদক্ষ শ্রমিকগ্রেড: ২০পদসংখ্যা: ৪৯বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

৩০. পদের নাম: খাকরবগ্রেড: ২০পদসংখ্যা: ১৭বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

৩১. পদের নাম: ওয়াসারম্যানগ্রেড: ২০পদসংখ্যা: ২বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০

৩২. পদের নাম: বারবারগ্রেড: ২০পদসংখ্যা: ১বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০

আবেদন করবেন যেভাবে:আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এই ওয়েবসাইটে দেখুন। এছাড়াও আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংক ও এই ওয়েবসাইটে ক্লিক করুন।

আবেদন ফি: ১ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা

১৯ থেকে ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা

ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইডের মাধ্যমে, আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে