ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকসহ ২০ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

২০২৪ ডিসেম্বর ১৮ ১০:৩১:০৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকসহ ২০ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। অবসরে পাঠানোদের মধ্যে ১৯ জন কর্মকর্তা এবং একজন শিক্ষক রয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ জন কর্মকর্তা এবং একজন শিক্ষককে ২৬৫তম সিন্ডিকেটে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো শিক্ষক-কর্মকর্তাদের নাম-পদবি জানানো হয়নি। ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানায়নি কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে