ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রোমানিয়ায় সরকারি বৃত্তি : মাসে ৮৫ ইউরো পর্যন্ত পাবেন শিক্ষার্থীরা

২০২৫ মার্চ ১১ ১৫:১৫:৫২
রোমানিয়ায় সরকারি বৃত্তি : মাসে ৮৫ ইউরো পর্যন্ত পাবেন শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: রোমানিয়া প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি প্রদান করে থাকে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোমানিয়ার শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৃত্তি প্রদান করে। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। সাধারণত প্রতি বছর জুলাই মাসে রোমানিয়া সরকার বৃত্তির ফলাফল ঘোষণা করে। মেডিসিন ও ফার্মেসি ছাড়া অন্যান্য সব বিষয়ে পড়াশোনার জন্য এই বৃত্তি প্রদান করা হয়।

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচের জন্য কোনো টাকা দিতে হয় না এবং আবাসন খরচও সরকার বহন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে খরচের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ইউরো প্রদান করা হয়: ব্যাচেলর শিক্ষার্থীদের ৬৫ ইউরো, মাস্টার্স শিক্ষার্থীদের ৭৫ ইউরো, এবং পিএইচডি শিক্ষার্থীদের ৮৫ ইউরো।

প্রতি বছর রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশগুলোর নাগরিকদের জন্য এই বৃত্তি প্রদান করে থাকে এবং বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়ার উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে: ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস, ইত্যাদি।

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। এর আয়তন ৯২ হাজার ৪৫ দশমিক ৬ বর্গমাইল। এটি ইউরোপের ১২তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের ষষ্ঠ বৃহত্তম দেশ। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট, যা ফ্রান্সের প্যারিসের সঙ্গে স্থাপত্যশৈলীর জন্য অনেকটা মিল রয়েছে। তাই অনেকেই একে পূর্ব ইউরোপের প্যারিস বলে থাকেন।

রোমানিয়ার দক্ষিণে বুলগেরিয়া, পশ্চিমে সার্বিয়া ও হাঙ্গেরি, এবং পূর্বে ইউক্রেন ও মোলদোভা রয়েছে। এছাড়াও দক্ষিণ-পূর্বে কৃষ্ণসাগরের উপকূল রয়েছে যা প্রায় ২৪৫ কিলোমিটার দীর্ঘ। রোমানিয়ার প্রধান ভাষা রোমানিয়ান। ৯২ শতাংশ মানুষ এ ভাষা ব্যবহার করেন। তবে ফরাসি এবং ইংরেজি ভাষাও প্রচলিত।

২০০৭ সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে এবং বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর একটি। রোমানিয়ার প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে আঙুর, আপেল, শর্ষে ও বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, লৌহ, ইস্পাতশিল্প, মেশিনারি শিল্প, বস্ত্রশিল্প, এবং মোটরগাড়ি তৈরির কারখানা।

সুযোগ-সুবিধা—

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন রেজিস্ট্রেশন ফি, সম্পূর্ণ টিউশন ফি, বিনা মূল্যে আবাসন, উপবৃত্তি স্নাতকে ৬৫ ইউরো (মাসে), স্নাতকোত্তরে ৭৫ ইউরো (মাসে), পিএইচডিতে ৮৫ ইউরো (মাসে)।

বৃত্তির মেয়াদ—

স্নাতক ডিগ্রির মেয়াদ থাকবে তিন থেকে ছয় বছর, স্নাতকোত্তরে দেড় থেকে দুই বছর, পিএইচডির জন্য থাকবে তিন থেকে চার বছর।

স্কলারশিপের আবেদন করতে যা প্রয়োজন—

স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম, যে ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম, যাবতীয় শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্টের কপি, জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি, পাসপোর্টের বায়োগ্র্যাফিক্যাল পেজ এবং সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা, মেডিকেল সার্টিফিকেট, ইউরো পাস ফরম্যাটের সিভি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনে ইংরেজি, ফ্রেঞ্চ বা রোমানিয়ান ভাষার অভিজ্ঞতা সনদ।

অধ্যয়নের ক্ষেত্রগুলো—স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশু চিকিৎসা।

অধ্যয়নের ভাষা—স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাঁদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়া অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—ইউরোপীয় সদস্যরাষ্ট্র ছাড়া যেকোনো দেশের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ, প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না, স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের বেশি বয়স অযোগ্যতা বলে বিবেচিত হবে।

আবেদনের পদ্ধতি—

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখতেএখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে