ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জুলাই অভ্যুত্থানে শহিদ মাদ্রাসা ছাত্র ও আলেমদের তালিকা প্রকাশ

২০২৫ মার্চ ১১ ১৪:০১:৫৬
জুলাই অভ্যুত্থানে শহিদ মাদ্রাসা ছাত্র ও আলেমদের তালিকা প্রকাশ

ডুয়া ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সরকারি বাহিনী এবং আওয়ামী বাহিনীর গুলিতে শহিদ হওয়া মাদরাসা ছাত্র ও আলেমদের (কওমি-আলিয়া) একটি বিস্তারিত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান এবং যাচাই-বাছাইয়ের পর সিএসএস ফাউন্ডেশন এই তালিকা প্রকাশ করেছে।

সোমবার সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৪২ জন শহিদের নাম, স্থায়ী ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি শহিদের পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ১৪টি আবশ্যক তথ্য ও ৫টি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যদিও যাচাইকরণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে। তবে কিছু শহিদের নাম এখনও অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুসন্ধান এবং তালিকা প্রণয়নে নেতৃত্ব দিয়েছেন আলেম সাংবাদিক মিরাজ রহমান এবং সালাহউদ্দীন জাহাঙ্গীর। তারা ব্যক্তিগত প্রচেষ্টা এবং নিষ্ঠার সাথে এই তালিকা প্রণয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজে সহায়তা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার তরুণ গবেষক যুবাইর ইসহাক এবং তার সহকর্মীরা।

এছাড়া সিএসএস ফাউন্ডেশন ভবিষ্যতেও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গবেষণা এবং নীতিনির্ধারণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। এই উদ্যোগে সাধারণ আলেম সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সিএসএস ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করেছে।

গবেষণাকর্মের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দীন জাহাঙ্গীর জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেম-উলামাদের ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞের কোনো লিখিত ও প্রামাণ্য নথি সংরক্ষিত না থাকার কারণে ইতিহাস বিকৃতির সুযোগ সৃষ্টি হয়। এই তথ্যঘাটতি পূরণ এবং ন্যায়বিচারের দাবিকে সুদৃঢ় করতে ২০২৪ সালের জুলাই মাসের বিপ্লবের পরপরই শহিদ মাদরাসা শিক্ষার্থীদের তালিকা সংকলনের কাজ শুরু হয়। তাদের বিশ্বাস এই তালিকা ভবিষ্যতে ইতিহাস সংরক্ষণ, গণহত্যার স্বীকৃতি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে