ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আইসিসির পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

২০২৫ মার্চ ১১ ১১:৫৯:২৬
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ডুয়া নিউজ: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুতার্তে মাদকবিরোধী অভিযানের নামে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

আইসিসির নির্দেশে, ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময়কালে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে। ওই সময় তিনি দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং পরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

২০১৯ সালে দুতার্তে ফিলিপাইনকে *রোম সংবিধি* থেকে প্রত্যাহার করেন, যা মানবাধিকার সংগঠনগুলো তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এড়ানোর কৌশল বলে উল্লেখ করেছিল। ২০২১ সালে তার প্রশাসন আইসিসির তদন্ত বন্ধের চেষ্টা করলেও আন্তর্জাতিক আদালত সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করে।

দুতার্তের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক আদালত এখন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট কার্যালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে