ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাইবার হামলার শিকার ইলন মাস্কের ‘এক্স’!

২০২৫ মার্চ ১১ ১১:২২:২৪
সাইবার হামলার শিকার ইলন মাস্কের ‘এক্স’!

ডুয়া নিউজ: ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ বড় ধরনের কারিগরি সমস্যার মুখে পড়েছে, যা সাইবার হামলার ফল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল থেকে ‘এক্স’ ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার অনেকেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। তবে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকলেও সমস্যা পুরোপুরি দূর হয়নি।

পরবর্তীতে ইলন মাস্ক নিজেই ‘এক্স’-এ এক পোস্টে জানান, প্ল্যাটফর্মটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে এবং এটি এখনও চলমান রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ‘এক্স’-এর পরিচালনা ব্যবস্থা বিশ্লেষণ না করে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে দীর্ঘ সময় ধরে সমস্যা থাকায় এটি সাইবার হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ইলন মাস্ক ‘এক্স’-এ সাইবার হামলার অভিযোগ তুলেছিলেন, তবে তখন তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এবারও তার দাবি নিয়ে বিতর্ক রয়ে গেছে, কারণ তিনি এখনো কোনো নিশ্চিত প্রমাণ দেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে