ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘ডিলমেকার ট্রাম্প’ বাংলাদেশকেও বেছে নেবেন: ড. ইউনূস

২০২৫ মার্চ ১০ ২৩:০১:০২
‘ডিলমেকার ট্রাম্প’ বাংলাদেশকেও বেছে নেবেন: ড. ইউনূস

ডুয়া নিউজ: হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে একটি “ভালো বিনিয়োগের সুযোগ” ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন, এমনটাই প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, তিনি ট্রাম্পকে চুক্তির প্রস্তাব দিতে চান। তিনি বলেন, “ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।”

ড. ইউনূসের মতে, ট্রাম্প যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তবে বাংলাদেশ একটি বড় বিনিয়োগের সুযোগ লাভ করবে। যদি না হয়, তবে তিনি মনে করেন বাংলাদেশ কিছুটা মনঃক্ষুণ্ন হলেও গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।

এছাড়া, ইলন মাস্ক বাংলাদেশ সফরে আসতে পারেন আগামী এপ্রিল মাসে। মাস্কের সফরের সময় ড. ইউনূস তার কাছে এই প্রস্তাবনা উত্থাপন করতে চান। সম্প্রতি ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে এবং কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে।

ড. ইউনূস তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করার জন্য স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে