ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পহেলা জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ

২০২৪ ডিসেম্বর ১৮ ০০:০২:৪৭
পহেলা জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ

ডুয়া নিউজ: মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ববর্তী প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব কোচিং সেন্টার আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এই তথ্য জানান।

তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে নেওয়া হয়েছে। যদিও এ বছর এখনও কোনো আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়নি, ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অতিথি অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন আরো জানান, অফলাইন এবং অনলাইন—দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে। কোচিং কার্যক্রম অনলাইনে পরিচালনার অনুমতি নেই এবং পরীক্ষা নেওয়ারও সুযোগ থাকছে না। যদি কেউ অনলাইনে কোচিং চালানোর অভিযোগে নিপতিত হন, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এমবিবিএস ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং প্রার্থীকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে