ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

লালমাটিয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

২০২৫ মার্চ ১০ ১৮:৫৯:৫৬
লালমাটিয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ডুয়া নিউজ : গত পহেলা মার্চ ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মূল অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ মার্চ) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে উপদেষ্টা ফারুকী লেখেন, “লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।”

চলতি মাসের শুরুতে (১ মার্চ) রাজধানীর লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে হামলার শিকার হন দুই তরুণী। ওই দুই তরুণীকে লাঞ্ছিত করার মূল অভিযুক্তকে রবিবার রাতে রিংকুকে হেফাজতে নেন পুলিশ। লালমাটিয়া এলাকা থেকে রিংকুকে আটক করে হেফাজতে নেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

লালমাটিয়ার ওই ঘটনায় দেশের বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। আর এইঘটনাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের মন্তব্যে মানুষের ক্ষোভ, সমালোচনা আরও বেড়ে যায়। তিনি বলেন, পাবলিক প্লেসে নারী-পুরুষ কেউই ধূমপান করতে পারবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে