ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘আগামী আট বছর কর্তৃত্ব করার জন্য প্রস্তুত ভারত’

২০২৫ মার্চ ১০ ১৭:৪৬:১৯
‘আগামী আট বছর কর্তৃত্ব করার জন্য প্রস্তুত ভারত’

ডুয়া ডেস্ক: দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তরুণ শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা দুর্দান্ত পারফর্ম করেছেন। আর বল হাতে মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলরা ভালো খেলা উপহার দিয়েছেন।

ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন, ভারতের ক্রিকেট দল এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে তারা আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে কর্তৃত্ব করবে। তিনি বলেন, "যখন আপনি দল ছেড়ে চলে যান তখন আশা করেন দলটি ভালো অবস্থানে থাকবে। আমি বিশ্বাস করি, আমাদের দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করতে সক্ষম। শুভমন অসাধারণ, শ্রেয়াস আইয়ার সুন্দর, কেএল রাহুল দারুণভাবে ম্যাচ শেষ করেছেন এবং হার্ডিক পান্ডিয়া ব্যাটিংয়ে ভালো ছিল।"

কোহলি আরও জানান, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারের পর তাদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করা। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তাকে অসাধারণ অনুভূতি দিয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট দলেরও প্রশংসা করেছেন বিরাট কোহলি। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলাসহ, কম ক্রিকেটার নিয়ে কিউইদের এমন ধারাবাহিক সাফল্যে অবাক হয়েছেন কোহলি। তিনি বলেন, "নিউজিল্যান্ড কীভাবে এত কম ক্রিকেটার নিয়ে বছরের পর বছর ভালো ক্রিকেট খেলছে তা সবসময় আমাকে বিস্মিত করে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে