ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ওমরাহ পালনে জাতীয় দলের ফুটবলাররা, দিলেন একতার বার্তা

২০২৫ মার্চ ১০ ১৭:১৯:৪৫
ওমরাহ পালনে জাতীয় দলের ফুটবলাররা, দিলেন একতার বার্তা

ডুয়া ডেস্ক: সৌদি আরবের তায়েফে ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা সোমবার (১০ মার্চ) অনুশীলনের বিরতিতে পবিত্র ওমরাহ পালন করেছেন। দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সদস্যরা এই বিশেষ মুহূর্তে একত্রিত হয়ে ওমরাহ করেন।

দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। তাই আমরা এই সুযোগে দলের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এমন পবিত্র স্থানে এসে ওমরাহ না করা খুবই কষ্টকর হতো তাই হঠাৎ করেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়।’

দলের ফরোয়ার্ড রহমত বলেন, ‘আমি আগেও দুবার ফুটবল দলের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলাম। এবার তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে এসে ওমরাহ করার সুযোগ পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।’

এদিকে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর ধরে আমরা সৌদিতে ক্যাম্প করেছি এবং প্রতি বারই ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন যেন ভারতের বিপক্ষে ভালো ফল অর্জন করতে পারি।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে