ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএসইসিতে অভিযানে দুদক

২০২৫ মার্চ ১০ ১৪:৩৫:১৯
বিএসইসিতে অভিযানে দুদক

ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে অভিযান শুরু করেছে।

আজ (সোমবার) সকাল সাড়ে ১১টা থেকে অভিযানটি শুরু হয় এবং অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চার সদস্যের একটি টিম। এর মধ্যে দুইজন সহকারী পরিচালকও রয়েছেন।

অভিযান শুরুর আগে, টিমটি বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা বিএসইসির সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করতে থাকেন। এর আগে ২ মার্চ (রোববার) দুদক এনফোর্সমেন্ট ইউনিট একটি অভিযান পরিচালনা করেছিল।

অভিযানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানির আইপিও অনুমোদন সংক্রান্ত কিছু গুরুতর অনিয়ম সনাক্ত করা হয়েছে। বিএসইসি কর্তৃক কোম্পানির দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা গেছে যে, অনেক কোম্পানির জন্য কৃত্রিমভাবে আরনিং এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স সিটের ভিত্তিতে আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সুপারিশ ও অবজারভেশন যথাযথভাবে বিবেচনা করা হয়নি। যা ব্যাপক অনিয়মের সৃষ্টি করেছে।

অভিযানে আরো উঠে এসেছে, প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি, শেয়ার মূল্য নিয়ে বাজারে প্রবেশ এবং অল্প সময়ের মধ্যে শেয়ার বিক্রি করার বিষয়গুলো। এর পাশাপাশি কিছু দুর্বল কোম্পানিকে অবৈধভাবে অনুমোদন দেয়া হয়েছে। যেগুলো পরবর্তীতে দ্রুত সময়ে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।

দুদক টিমটি জানিয়েছে যে, এসব অনিয়মের কারণে বিএসইসি কর্তৃক আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এখন তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশনকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে