ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নারায়ণগঞ্জে তর্কের জেরে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

২০২৫ মার্চ ১০ ১৪:২৬:৫৩
নারায়ণগঞ্জে তর্কের জেরে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ডুয়া নিউজ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় তর্কের জেরে এক ছাত্রদল কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার রাতে শহীদ মিনারের কাছে ভাষা সৈনিক সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে এবং পেশায় পোশাক শ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানিয়েছেন, ধর্ষণবিরোধী মিছিল শেষে এ ঘটনা ঘটে। অপূর্ব ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত সম্রাট হোসেন নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহতের বাবা খোকন হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত সম্রাট ভাষা সৈনিক সড়কের একটি খাবারের দোকানে চাকরি করতেন। ধর্ষণবিরোধী মিছিল শেষ হওয়ার পর পেছন থেকে সম্রাট অপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে অপূর্ব ও তার সহকর্মীদের সঙ্গে তর্কের সৃষ্টি হয়। তর্কের পর তা হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে সম্রাট অপূর্বের বুকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর ছাত্রদলের কর্মীরা সম্রাট ও তার সহযোগীকে মারধর করেন। সম্রাটের সহযোগী পালিয়ে গেলেও সম্রাটকে পুলিশে সোপর্দ করা হয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে