ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অনলাইন ব্যবসার জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের

২০২৫ মার্চ ১০ ১৩:০২:৪২
অনলাইন ব্যবসার জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের

ডুয়া নিউজ: বাংলাদেশে অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার বাধ্যবাধকতা জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি, অনলাইন ব্যবসার স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে ৯ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।

হাইকোর্টের ৯ দফা নির্দেশনা:

১. সকল অনলাইন ব্যবসায়ীকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং ব্যবসার স্বচ্ছতা বজায় রাখতে হবে।

২. অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভোক্তাদের অধিকার রক্ষা করতে আইন প্রয়োগ করা হবে।

৩. আইনি প্রক্রিয়া ছাড়া কোনো ব্যবসা বন্ধ করা যাবে না।

৪. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকে সব অনলাইন ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনতে হবে।

৫. অনুমোদন ছাড়া কেউ অনলাইন ব্যবসা শুরু করতে পারবে না এবং নকল পণ্য বিক্রি করা নিষিদ্ধ থাকবে।

৬. সব অনলাইন ব্যবসায়ী ও গ্রাহকদের পরিচয় যাচাই করতে হবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে।

৭. বিটিআরসির সহযোগিতায় অনলাইন ব্যবসায়ীদের তথ্য সংরক্ষণ করতে হবে।

৮. গ্রাহকদের প্রতারণার বিষয়ে সচেতন করতে হবে এবং নিবন্ধিত বিক্রেতা ছাড়া কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

৯. প্রতারণার শিকার ভোক্তাদের সুরক্ষা দিতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে বাংলাদেশে অনলাইন ব্যবসার শৃঙ্খলা রক্ষা ও ভোক্তা সুরক্ষার বিষয়টি জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে