ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি

২০২৫ মার্চ ১০ ১২:৪৬:২৪
সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের (মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ) সব উপসর্গ তার শরীরে স্পষ্ট, এবং তার জীবন এখন চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ড. আরেফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ব্রেইন ডেথের লক্ষণগুলো তার শরীরে পুরোপুরি বিদ্যমান, তাই খুব শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হতে পারে। এখন সিদ্ধান্ত পুরোপুরি তার পরিবারের ওপর নির্ভর করছে। লাইফ সাপোর্ট বন্ধ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু থেমে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, "এই সময়টা পরিবারের জন্য অত্যন্ত কঠিন। স্বজনরা হয়তো আশায় আছেন, কোনো অলৌকিক কিছু ঘটবে, কিন্তু চিকিৎসা অনুযায়ী আমরা তেমন কোনো সম্ভাবনা দেখছি না।"

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মস্তিষ্ক কার্যকারিতা হারিয়েছে, ফলে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তার হৃদযন্ত্রের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে, এবং রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমে গেছে।

গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনা) একটি অনুষ্ঠানে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে