ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, সড়কে বিক্ষোভ

২০২৫ মার্চ ১০ ১২:২৮:২৬
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, সড়কে বিক্ষোভ

ডুয়া নিউজ: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। দুর্ঘটনার প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মিনারা আক্তার, আর আহত শ্রমিক সুমাইয়া আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক নিহত হন। এরপর থেকেই ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, দুটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের অবরোধের ফলে বনানী এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বনানী, মহাখালী, গুলশান ও কাকলির বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু রামপুরা ও প্রগতি সরণি হয়ে চালানো হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে