ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মাগুরায় ধ-র্ষ-ণ

৪৮ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিতের দাবি আন্দোলনে আহতদের

২০২৫ মার্চ ০৯ ২২:০৩:৪৬
৪৮ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিতের দাবি আন্দোলনে আহতদের

ডুয়া নিউজ : এবার দেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই-আগস্টের আন্দোলনের আহতরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষণকারীর বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।

আজ রবিবার (০৯ মার্চ) রাতে রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করেন জুলাই আন্দোলনের আহতরা।

এ সময় তাঁরা বলেন, জুলাই আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর আহ্বান জানিয়েছে তাঁরা।

নির্ধারিত সময়ে ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে বের হয়ে চক্ষু বিজ্ঞানের সামনে এসে মোমবাতি প্রজ্জলন করেন তাঁরা।

প্রসঙ্গত, সম্প্রতি মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। ওই ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ধর্ষণসহ নারী নির্যাততের ঘটনা ঘটেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে