ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এবার সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব জব্দের আদেশ

২০২৫ মার্চ ০৯ ১৯:৩৩:৩৮
এবার সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব জব্দের আদেশ

ডুয়া নিউজ : এবার সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (০৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন আলোচিত এই ব্যবসায়ী গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত চলছে। অনুসন্ধানে তাদের নামে সঞ্চয়ী, এফডিআরসহ বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক।

তদন্তে আরও জানা গেছে- যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ১৯১টি ব্যাংক হিসাবে থাকা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে