ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

২০২৫ মার্চ ০৯ ১৯:১৮:৪৮
‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

ডুয়া নিউজ : বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে দেশে এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “অপরাধী যেই হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো। আমরা একদিনও অপেক্ষা করবো না।”

আজ রবিবার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “আজ আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি- সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে, আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে সব স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো আবার তাকে ছাড়িয়ে এনে মালা পরানো হলো এ বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “এই বিষয়টা সবার কাছেই খারাপ লেগেছে যে কেন অপরাধী ছাড়া পেলো। আসলে যিনি ভুক্তভোগী তিনি মামলাটা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়।”

মাহফুজ আলম বলেন, “এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করে ছেন কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, ভিসিকে বলবো ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে বলবো তারা যেন মামলা করেন। আমরা সুষ্ঠুভাবে বিচার করতে বদ্ধপরিকর।”

ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না এটাতো আলাদা আরেকটা মামলা হতে পারতো এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আইন হচ্ছে অন্ধ, যেই অপরাধী হন, তার জাতপাত, বর্ণ দেখা হবে না। লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ। যিনি মব জাস্টিস করুন না কেন- ধার্মীয় হোক, নিধার্মীক হোক না কেন তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে আজ থেকে মব জাস্টিস হলে যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে হলে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো।”

তিনি আরও বলেন, “গত সাত-আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে, মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আরো প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।”

এ সময় নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কর্মসূচি নেওয়া হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, “যে ইস্যুগুলো রয়েছে যেমন আইন-শৃঙ্খলা সম্পর্কিত, মব জাস্টিস ইস্যু আছে, মিলিটেন্সি ইস্যু হয়ত সামনে আসতে পারে, আরো কিছু ইস্যু আছে- যে সবগুলো আছে সেগুলো যাতে মিডিয়ায় ভালোভাবে উপস্থাপিত হয়, সেই বিষয়ে মনিটর করার চিন্তা-ভাবনা করছি। সেগুলোতে মিডিয়া কীভাবে ফোকাস করবে এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মিডিয়াগুলোর সঙ্গে বসব। আমরা এই স্টাবলিশমেন্টটা ঢেলে সাজানোর চেষ্টা করব, যাতে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে