ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মুখে লাল কাপড় বেঁধে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৫ মার্চ ০৯ ১৮:৫২:২১
মুখে লাল কাপড় বেঁধে ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়া নিউজ : পুরো দেশকে নাড়া দিয়েছে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা। এরই মধ্যে ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষ। এবার মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

আজ রবিবার (০৯ মার্চ) ঢামেকের মিলন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢামেক শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা- ‘আমার বোন, তোমার বোন আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেওয়া এক ঢামেক শিক্ষার্থী বলেন, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইনের প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে।”

আরেক শিক্ষার্থী বলেন, “ধর্ষকদেরকে যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। যার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে