ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিউজিল্যান্ডকে ২৫১ রানে আটকে দিল ভারত

২০২৫ মার্চ ০৯ ১৮:৩৯:৪৩
নিউজিল্যান্ডকে ২৫১ রানে আটকে দিল ভারত

ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নেমে শুরুটা ভালো করলেও ১৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে কিউইরা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজা–এই স্পিনত্রয়ীতে কিউইদের নাভিশ্বাস ছোটাল ভারত। রবীন্দ্র-উইলিয়ামসনরা মোটেও হাতখুলে খেলতে পারলেন না। স্পিনজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করতে পেরেছে কিউইরা।

আজ রবিবার (০৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা মন্দ হয়নি। দুই ওপেনার উইল ইয়াং এবং রাচিন রবীন্দ্র মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন ৫৭ রান। এরপরই শুরু ভারতীয় স্পিনারদের ‘ম্যাজিক শো’।

ভারতের যে রহস্য স্পিনারকে নিয়ে ভয় পাচ্ছিলেন কিউই কোচ গ্যারি স্টিড, সেই বরুণ চক্রবর্তীই প্রথম আঘাত হানেন। তার লেগব্রেকে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিউই ওপেনার ইয়াং (১৫)।

এরপর নিউজিল্যান্ডের দুই ব্যাটিং স্তম্ভ, রবীন্দ্র ও কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরান স্পিনার কুলদীপ যাদব। তার গুগলি বুঝতে না পেরে স্টাম্প হারান ৩৭ রান করা রবীন্দ্র। অন্যদিকে মাত্র ১১ রান করেই কুলদীপকে ফিরতি ক্যাচ দেন অভিজ্ঞ উইলিয়ামসন।

স্বল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে চতুর্থ উইকেটে ধীরগতিতে ৩৩ রানের জুটি গড়েন টম ল্যাথাম ও ড্যারিল মিচেল। এই জুটিতেই কিউইদের সংগ্রহ একশর গণ্ডি পেরোয়। তবে বিপজ্জনক হয়ে ওঠার আগেই রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৪ রানে ফেরেন ল্যাথাম, যা ভারতকে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেয়।

এরপর পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে মিচেল নতুন করে জুটি গড়ার চেষ্টা করেন। ভারতীয় বোলারদের চাপে রেখেও তারা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়েন। তবে এখানেও ‘জোড়ি ব্রেকার’ হয়ে আবির্ভূত হন রহস্য স্পিনার বরুণ। ফিলিপসকে (৩৪) বোল্ড করে নিউজিল্যান্ডকে আবার ব্যাকফুটে ঠেলে দেন তিনি।

তবে মিচেল একপ্রান্তে লড়াই চালিয়ে যান। ৯১ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের মন্থরতম ফিফটি। এরপরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ দিয়ে ১০১ বলে ৩ চার ও ৬৩ রান করে বিদায় নেন তিনি।

শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড আড়াইশর বেশি সংগ্রহ করতে সক্ষম হয়।

ভারতের হয়ে কুলদীপ ও বরুণ দুটি করে উইকেট নেন। আর রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি একটি করে উইকেট শিকার করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে