ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঈদে স্পেশাল ট্রেন চালু ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে যে সিদ্ধান্ত

২০২৫ মার্চ ০৯ ১৭:৫৮:০৬
ঈদে স্পেশাল ট্রেন চালু ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে যে সিদ্ধান্ত

ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। এছাড়া আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (৯ মার্চ) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

পরে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত আন্তঃনগর ট্রেনসমূহ পূর্বের নিয়মে চলবে, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি থাকবে না।

অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন নিম্নলিখিত রুটে চলাচল করবে—

১. চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে:

চাঁদপুর ঈদ স্পেশাল-১চাঁদপুর ঈদ স্পেশাল-২

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে:দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৪

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে:শোলাকিয়া ঈদ স্পেশাল-৫শোলাকিয়া ঈদ স্পেশাল-৬

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে:শোলাকিয়া ঈদ স্পেশাল-৭শোলাকিয়া ঈদ স্পেশাল-৮

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে:পার্বতীপুর ঈদ স্পেশাল-৯পার্বতীপুর ঈদ স্পেশাল-১০

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে