ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে পতন: সূচক ও লেনদেন দুটোই কমেছে

২০২৫ মার্চ ০৯ ১৭:২৪:৫০
শেয়ারবাজারে পতন: সূচক ও লেনদেন দুটোই কমেছে

ডুয়া নিউজ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শুরুতেই মন্দাভাব দেখা গেছে। আজ রোববার (০৯ মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টি কোম্পানির, বিপরীতে ২৭৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ৩৫৩ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭৪ দশমিক ৪৪ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৭ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ দশমিক ৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে