ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তিন বাহিনীসহ

শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থার নাম পরিবর্তন

২০২৫ মার্চ ০৯ ১৬:৫৩:১২
শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থার নাম পরিবর্তন

ডুয়া নিউজ : এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য ও তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নামপ্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো।’

এছাড়াও, এতে বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, বানৌজা খালিদ বিন ওয়ালিদ নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা ঢাকা, বানৌজা শেখ হাসিনা নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা পেকুয়া, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনী নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএএফএ কমপ্লেক্স, শেখ হাসিনা কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে DSCSC Complex, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা জাদুঘর।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে