ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ মার্চ ০৯ ১৪:৪৭:৩১
৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৯ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এদের নামপরিচয় এখনই প্রকাশ করছি না। এতে করে তারা সতর্ক হয়ে যেতে পারেন কিংবা পালিয়ে যেতে পারেন। যখন তাদের গ্রেপ্তার করা হবে তখনই সবাই দেখতে পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

তাজুল ইসলাম আরও জানান, রাজধানীর উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদন্ত করতে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে আলাদাভাবে দুই দিন সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সে অনুযায়ী পুলিশের সাবেক এসি (ডিবি) জাবেদ ইকবালকে আগামী ১৮ মার্চ এবং ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

তিনি বলেন, উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে দুজনের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেছেন। বিশেষ করে, এই দুই কর্মকর্তার নেতৃত্বে সেখানে (উত্তরায়) প্রায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। যার অনুমতি আদালত দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে