ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুরআনের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

২০২৫ মার্চ ০৯ ১৪:১৭:৫৭
কুরআনের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

ডুয়া নিউজ: পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার ঢাকায় অফিসার্স ক্লাবে আয়োজিত এক হিফজুল কুরআন প্রতিযোগিতার ২ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

একশ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করে, এটা পরিহার করতে হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র কুরআনের সুরা আল মুজাদালা নাজিল হয়েছে এক নারীর আর্তনাদে।

পুরুষ এবং নারী একস্থান হতে উৎসারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, পবিত্র কুরআনে নারীকে সম্মানিত করা হয়েছে। হাদিস শরিফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেও উল্লেখ করা হয়েছে। এসময় তিনি কুরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, পবিত্র কুরআনের চর্চা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। কুরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠন করা সম্ভব। তরুণদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের আগামীর দিনগুলো সুন্দর হবে।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

বয়সভিত্তিক ৪টি গ্রুপে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দেশের বিশিষ্ট ওলামায়ে কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে