ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে: শিক্ষাসচিব

২০২৪ ডিসেম্বর ১৭ ১৮:১৯:৫১
স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে: শিক্ষাসচিব

ডুয়া নিউজ: দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই কওমি মাদরাসায় চলে যাচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, এ প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, “আমি আমাদের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দেখা যাচ্ছে, মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে এবং তারা কওমি মাদরাসায় চলে যাচ্ছে। আমি বলছি না যে মাদরাসায় পড়াশোনার মান খারাপ; তবে সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করা শিক্ষার্থীদের কেন এই পরিবর্তন ঘটছে, তা অনুসন্ধান করা প্রয়োজন।”

তিনি বলেন, “যারা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাদের স্কুল ও কলেজের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করার দিকে মনোযোগ দিতে হবে। উল্লেখযোগ্য কারণগুলো চিহ্নিত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।”

লটারির পদ্ধতিকে আপাতদৃষ্টিতে ভালো উল্লেখ করে সিদ্দিক জোবায়ের বলেন, “মেধাভিত্তিক ভর্তি পদ্ধতিতে অভিভাবকরা শিশুদের নিয়ে কোচিংয়ে ছুটতেন এবং আর্থিকভাবে অক্ষম পরিবারগুলো ভালো স্কুলে ভর্তি হতে পারতেন না। লটারির মাধ্যমে কিছুটা বৈষম্য দূর হবে।”

তিনি আরও বলেন, “ভালো স্কুল বলতে আমরা যে স্কুলগুলোকে শতভাগ পাশ এবং জিপিএ-৫ পায় বলে চিহ্নিত করি, সেগুলোতে ভর্তি হওয়ার জন্য অভিভাবকদের প্রতিযোগিতা থাকতো। যদি সব স্কুল ভালো হতো, তাহলে লটারির প্রয়োজন পড়তো না। আমরা লটারির মাধ্যমে ভর্তিতে বড় ধরনের কোনো অনিয়ম দেখিনি, এটি আমাদের হাতে থাকা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর।”

অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, এবং বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে