ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ডিএসইসহ ৭ স্টেকহোল্ডার নিয়ে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

২০২৫ মার্চ ০৯ ১২:৪৭:৩৭
ডিএসইসহ ৭ স্টেকহোল্ডার নিয়ে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

ডুয়া ডেস্ক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত রয়েছেন।

বৈঠকটি রোববার (৯ মার্চ) সকাল ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, এবং ফারজানা লালারুখ উপস্থিত রয়েছেন।

এর আগে, বুধবার (০৫ মার্চ) বিএসইসির বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে উদ্ধার করেন।

পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান (পুলিশ সদস্য) মো. আশিকুর রহমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে