ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

‘সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তন হতে পারে’

২০২৫ মার্চ ০৯ ১১:৪৫:২১
‘সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তন হতে পারে’

ডুয়া ডেস্ক : বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি এ ও জানান যে, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং উভয় পক্ষ নিয়মিতভাবে নোট বিনিময় করে দ্বিপাক্ষিক সংহতি বজায় রাখে।

শনিবার (৮ মার্চ) নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এক প্রতিবদেনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, এই দুই দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটি বাস্তবতা হিসেবে মেনে নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, এই সহযোগিতা ভার্চুয়াল ক্ষেত্রে প্রায় ১০০ শতাংশ এবং ভৌত ক্ষেত্রে চীনা উৎপত্তির বেশিরভাগ সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়।

পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ভারতীয় সেনাপ্রধান সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে রয়েছে এবং সেটির সঙ্গে আমার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকলে তা নিয়ে আমি চিন্তিত হব। কারণ সন্ত্রাসবাদ যে কোনো দেশকে ব্যবহার করতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, যুদ্ধ কোনো দেশের স্বার্থে ভালো নয়। তাই আমাদের সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের দিকেই অগ্রসর হওয়া উচিত। সূত্র : এনডিটিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে