ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঢাবিতে

২০২৫ মার্চ ০৯ ১০:২৬:১৬
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঢাবিতে

ডুয়া নিউজ: ধর্ষণ ও নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্লাটফর্মটি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

রোববার (৯ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

সংগঠনটি তাৎক্ষণিকভাবে দুই দফা দাবি উত্থাপন করে—

১. ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

২. ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদান।

ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।

সভার একপর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা। তিনি বলেন, '২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আদালতে হাজির করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।'

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, 'সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু অফিসে বসে বেতন ভোগ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার পদত্যাগ দাবি করছি।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে