ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করলে যে ব্যবস্থা নিতে বলল বৈষম্যবিরোধী আন্দোলন

২০২৫ মার্চ ০৮ ২২:৩৯:৪৫
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করলে যে ব্যবস্থা নিতে বলল বৈষম্যবিরোধী আন্দোলন

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাজি। এই তালিকায় নাম উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তবে সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-দখলবাজি করলে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার (৮ মার্চ) সংগঠনটির ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, সমন্বয়ক পরিচয়ে কিংবা বৈষম্যবিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দিন।

এর আগে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের মতো নেই। এই আন্দোলন থেকে একটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল গঠন হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই।

এ পরিস্থিতিতে কেউ যদি বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

নাহিদের এমন বক্তব্যের পরেই ফেসবুকে একটি স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লেখেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে