ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিএসইসির ১৬ কর্মকর্তাকে ধরতে পুলিশের তৎপরতা

২০২৫ মার্চ ০৮ ২২:২১:৫৪
বিএসইসির ১৬ কর্মকর্তাকে ধরতে পুলিশের তৎপরতা

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখা, হেনস্তা এবং ভাঙচুরের ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্ত কর্মকর্তারা বিএসইসি ভবনের প্রধান ফটকে তালা দিয়ে, সিসি ক্যামেরা ও ওয়াই-ফাই বন্ধ করে, বৈদ্যুতিক সংযোগ কেটে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেন। এছাড়া তারা কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শারীরিকভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অফিসের ভাঙচুর ঘটান।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত ১৬ কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে। তাদের সন্ধান চলছে এবং বিএসইসি ভবনে পুলিশ প্রস্তুত থাকবে যাতে কেউ অফিসে যোগদানের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা যায়।

ঘটনার সূত্রপাত ৬ মার্চ, যখন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামী করা কর্মকর্তারা হলেন- বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্তরাসহ আরো কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা মতে এবং অবৈধ বাঁধা যারা সৃষ্টি করার জন্য আসামীগণ কমিশনের মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামীগণ অকথ্য ভাষা ব্যবহার করে ও এসির রিমোট চেয়ারম্যান ও কমিশনারদের লক্ষ্য করে ছুড়ে মারে এবং বিভিন্নভাবে পেশি শক্তির মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে। একই সাথে তারা কমিশনের চেয়াম্যানের একান্ত সচিব (সরকারের সিনিয়র সহকারী সচিব) মো. জাহাঙ্গীর হোসেনকে লাঞ্চিত করে। আসামীগণ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসর প্রদান আদেশ প্রত্যাহার এবং কমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কারণ দর্শানো আদেশ প্রত্যাহার এবং গঠিত তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করার দাবিতে সন্ত্রাসী কায়দায় সরকারি অফিস কক্ষ ভাংচুর করে এবং সরকারি কাজে বাঁধা প্রদান করে এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধন করে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রাশেদুল আলমের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি ও শেয়ারবাজারে লুটপাটের সহায়তা করে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এ ঘটনার পর অভিযুক্ত কর্মকর্তারা বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে বিভিন্ন অশোভন স্লোগান ও অকথ্য ভাষা ব্যবহার করে এবং পেশি শক্তি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এই ভয়াবহ পরিস্থিতি প্রায় চার ঘণ্টা স্থায়ী ছিল। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ থাকার খবর পেয়ে এবং বিএসইসি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনী বিএসইসি ভবনে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও কমিশনারদের মুক্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে