ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিরোধ মেটাতে গিয়ে মারধরের শিকার ববির ৩ শিক্ষার্থী

২০২৫ মার্চ ০৮ ১৯:৫৯:২১
বিরোধ মেটাতে গিয়ে মারধরের শিকার ববির ৩ শিক্ষার্থী

ডুয়া নিউজ : বিরোধ মেটাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। যাত্রী ওঠানো নিয়ে বাস ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির মধ্যকার বিরোধ মেটাতে গেলে ববির বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানজিল আজাদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম। এর প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (০৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই তিন শিক্ষার্থী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এ সময় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য বিরোধের সৃষ্টি হয়। বাগ্‌বিতণ্ডা দেখে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের মারধর করে শ্রমিকসহ স্থানীয় ৮-১০ জন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বেলা ১১টায় পরিবহন শ্রমিক সমিতি এবং সিএনজি অটোরিকশা সমিতির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় ভোলা রোডের ছোট ব্রিজের কাছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সেখানে উপস্থিতি ছিলেন। তারা উভয় পক্ষকে থামানোর জন্য গেলে বাস মালিক সমিতির কিছু লোক বাঁশ ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। আহত শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

বরিশাল জেলা বাসমালিক গ্রুপের আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, “বাস মালিক সমিতির লোকজনের ওপর মাহিন্দ্রশ্রমিকেরা হামলা চালিয়েছে। পাঁচজন শ্রমিক আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছে।”

ববি প্রক্টর ড. সোনিয়া খান বলেন, “শিক্ষার্থীদের মারধরের ঘটনা শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনী ও পুলিশও আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিয়েছে তারা।”

দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ড. সোনিয়া খান।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য মারামারি থামাতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আমরা জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে