ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নারীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে পারছে না সরকার: এনসিপি নেতা

২০২৫ মার্চ ০৮ ১৯:৪৮:৫১
নারীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে পারছে না সরকার: এনসিপি নেতা

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। একজন নারীর প্রয়োজনীয় সরকার দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শনিবার (০৮ মার্চ) জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলেই আশা করা যায়।”

একই সঙ্গে প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে ‘মা ও বোনদের’ পাশে থাকার আহ্বানও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, “একজন নারীর যতটুকু নিরাপদ অনুভব করার কথা, তা এই মুহূর্তে করছেনা। শকুনদের হাত থেকে বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

সারজিস আলম আরও বলেন, “রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবেনা। যেসব নারী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে, স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যাতে কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে।”

এনসিপির মুখ্য সংগঠক বলেন, “মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে