ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পরিবেশবান্ধব প্লাস্টিক আবিষ্কার করল বিজ্ঞানীরা

২০২৫ মার্চ ০৮ ১৮:০০:৩৯
পরিবেশবান্ধব প্লাস্টিক আবিষ্কার করল বিজ্ঞানীরা

ডুয়া ডেস্ক : পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হলো প্লাস্টিক। তবে মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক। এটা বর্তমানে প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা।

প্রতিবছর লাখ লাখ টন প্লাস্টিকের শেষ গন্তব্য হয় সমুদ্রে। এর বেশিরভাগই বায়োডিগ্রেডেবল নয়। যে কারণে এই প্লাস্টিক ভেঙে গিয়ে কাগজ কিংবা খাবারের মতো পচে যায় না। শত শত বছর ধরে পরিবেশের মাঝে টিকে থাকে।

পানীয়র বোতলের মতো বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এই মাইক্রোপ্লাস্টিক বন্যপ্রাণী খেয়ে ফেলতে পারে।

এই সমস্যা সমাধানে বিজ্ঞানী ও উৎপাদকরা বছরের পর বছর ধরে প্রচলিত প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্পের সন্ধান করে আসছেন। এবার জাপানের একদল গবেষক বলেছেন, তারা এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন; যা একেবারে সমুদ্রে দ্রবীভূত হবে।

বিশ্বে এখনও কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যায়, তবে এসব প্লাস্টিকের মূল সমস্যা হলো- যখন এগুলো সমুদ্রের পানিতে পৌঁছায়, তখন সেগুলো পানিতে দ্রবীভূত হয় না। আবার কিছু প্লাস্টিক এমনভাবে তৈরি যা ভেঙে না গিয়ে ৫০০ বছর বা তারও বেশি সময় পানিতে স্থায়ী থাকতে পারে।

এই সমস্যার সমাধান হিসেবে জাপানের রিকেন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি নতুন ধরনের প্লাস্টিক উদ্ভাবন করেছেন, যা শক্ত থাকবে, তবে মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে পুরোপুরি দ্রবীভূত হবে। এই প্লাস্টিকের ব্যবহার শেষে কোনো মাইক্রোপ্লাস্টিক অবশিষ্ট থাকবে না।

বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন যে, নতুন এই প্লাস্টিক লবণপানিতে কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে যেতে শুরু করে। এছাড়া যখন মাটিতে রাখা হয়, তখন এটি গলে গিয়ে একটি রাসায়নিক উপাদান তৈরি করে, যা মাটিকে সার হিসেবে উর্বর রাখতে সাহায্য করে।

জাপানি এই গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী তাকুজো আইদা বলেছেন, “নতুন এই উপাদান দিয়ে আমরা প্লাস্টিকের নতুন একটি পরিবার বানিয়েছি; যা শক্তিশালী, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য। বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী এই প্লাস্টিকের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনও ধরনের মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না।”

সূত্র: বিবিসি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে