ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ গ্রেপ্তার ৩৬

২০২৫ মার্চ ০৮ ১৭:৪৩:৪৫
হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ গ্রেপ্তার ৩৬

ডুয়া ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হিযবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে শনিবার এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে