ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ধর্ষণের দ্রুতবিচার ও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ঢাবিতে বিক্ষোভ

২০২৫ মার্চ ০৮ ১৭:২১:৫৫
ধর্ষণের দ্রুতবিচার ও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ঢাবিতে বিক্ষোভ

ডুয়া ডেস্ক: ধর্ষিতারা যখন কাতরাচ্ছে তখন ধর্ষকরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। তাই বাংলাদেশে ধর্ষণের দ্রুতবিচার এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে এ আহ্বান জানায় নতুন এ দলটি।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাষ্ট্র কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ধর্ষণকারীরা সাহস পাচ্ছে এবং ধর্ষণের শিকাররা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

এ সময় পোশাককে ধর্ষণের কারণ হিসেবে দেখানোয় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা বলেন, পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। যদি এমন থাকতো তবে কীভাবে ছোট মেয়ে আসমা ধর্ষিত হলো, চকলেট বিক্রেতা মেয়েটি কীভাবে ধর্ষণের শিকার হলো?

শিক্ষার্থীরা সকল ধর্ষণের বিচার এবং আসমা ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, নারী দিবসের অনুষ্ঠান করেও কোনো লাভ হবে না, যেখানে নারীরা নিরাপদ নয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে