ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চলতি বছর নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার: জরিপ

২০২৫ মার্চ ০৮ ১৭:০০:৩৩
চলতি বছর নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার: জরিপ

ডুয়া নিউজ : শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের শপথের পর থেকেই নির্বাচন দাবি করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনাবিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভেশন। দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান জরিপকারীরা।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, ভোটের তারিখ এবং তাদের প্রত্যাশা সম্পর্কে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ অনুষ্ঠিত হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন আয়োজিত হওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।

ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, “এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই, জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে