ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

‘পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন’

২০২৫ মার্চ ০৮ ১৭:০১:০৪
‘পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন’

ডুয়া ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

কমিশনার বলেন, ঢাকা শহরের বিভিন্ন শপিংমল ও স্থানীয় নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। এরা পুলিশ সদস্যদের মতো কাজ করবেন এবং অপরাধী গ্রেপ্তারের ক্ষমতা থাকবে।

তিনি আরও জানান, এসব পুলিশ সহায়ককে ডিএমপি থেকে একটি ব্যাজ দেওয়া হবে যা তাদের পুলিশি ক্ষমতার অধিকারী করবে। অপরাধী ধরতে গিয়ে কেউ হামলার শিকার হলে তাদের প্রতি হামলাকে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর