ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

২০২৫ মার্চ ০৮ ১৬:৪৮:৫০
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) ভোরে সদর থানার বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে আরিফ হোসেন (৩০) এবং মামুন অর রশিদের ছেলে রাজিব খান (৩৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারপুর ফ্লাইওভারের নিচে উপশহর পুলিশ ফাঁড়ি একটি অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক অভিযানে ১০ জনকে সরঞ্জামসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে