ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে বিএসএফের গুলি, প্রাণ গেল বাংলাদেশি যুবকের

২০২৫ মার্চ ০৮ ১৬:১৮:২২
পঞ্চগড়ে বিএসএফের গুলি, প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ডুয়া ডেস্ক: পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে আল-আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় আল-আমিন কাজীরহাটের উত্তর তালমা এলাকায় ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে আল-আমিন নিহত হন। পরবর্তীতে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবি জানায়, শনিবার ভারতের ভাটপাড়া এলাকায় বিএসএফের গুলিতে আল-আমিন নিহত হন।

ঘটনাটি জানার পর সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে বিএসএফের এই কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত পাঠানোর দাবি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে