ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মাগুরার সেই শিশুটির পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

২০২৫ মার্চ ০৮ ১৫:৪১:৩৪
মাগুরার সেই শিশুটির পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

ডুয়া ডেস্ক: মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ‘ধর্ষণের শিকার’ শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) তিনি শিশুটির মায়ের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে জানান। ফোনালাপের শুরুতে তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বলেন, মাগুরায় বিএনপির সকল নেতাকর্মী শিশুটির পাশে থাকবে।

তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়ে বলেন, "আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব যাতে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা আইনের আওতায় আসে এবং উপযুক্ত শাস্তি পায়।"

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, "শিশুটির চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আমরা দলীয়ভাবে তা নিশ্চিত করার চেষ্টা করব।"

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেন। তা শোনার পর তারেক রহমান আবারও বলেন, "আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।" তিনি নেতাদের পক্ষ থেকে সবসময় শিশুটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে। তিনি আরও বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে গুরুতর ক্ষত রয়েছে এবং তার গলায় আঘাতের কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল। শিশুটির চিকিৎসার জন্য গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে