ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেডিকেলে ভর্তিতে মেধাতালিকা থেকে পূরণ হচ্ছে কোটার শূন্য আসন

২০২৫ মার্চ ০৮ ১৪:০২:৪৮
মেডিকেলে ভর্তিতে মেধাতালিকা থেকে পূরণ হচ্ছে কোটার শূন্য আসন

ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় কোটার আসন শূন্য থাকলে তা মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে এবং ১৭৩ জনের এ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া গত বৃহস্পতিবার শুরু হয়েছে যা ১২ মার্চ পর্যন্ত চলবে।

আজ শনিবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ একজন কর্মকর্তা জানান, যেসব কোটার আসন শূন্য ছিল সেগুলো মেধাতালিকা থেকে পূর্ণ করা হচ্ছে। মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের আসন খালি রেখে বাকিগুলো পূর্ণ করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছিল।

গত ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কম নম্বর পাওয়ার কারণে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল বাতিলের দাবিতে আন্দোলনও হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয়।

এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ৭৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ভর্তি করা হবে। সনদ জমা না দেওয়া ৩৫ জনসহ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ভর্তি বাতিল হতে পারে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফলে ৫,৩৮০ পরীক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধা কোটায় এবং ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় নির্বাচিত হন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০,৯৫ শিক্ষার্থী, পাসের হার ৪৫.৬২ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে