ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অস্ট্রেলিয়ায় ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

২০২৫ মার্চ ০৮ ১৩:৪৫:৫৫
অস্ট্রেলিয়ায় ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ডুয়া ডেস্ক: সিডনিতে ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার (৭ মার্চ) সিডনির ইঙ্গেলবার্নে অবস্থিত মেজবান রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহর পাশাপাশি বিশ্বের সকল মানুষের জন্য শান্তি এবং ঢাকা কলেজ অ্যালামনাইদের জন্য সুস্থতা কামনা করার পাশাপাশি বিদেহী অ্যালামনাইদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য সৈয়দ আকরাম উল্লাহ।

এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ছিলেন ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আরিফ ইসলাম এবং সহকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নিয়ামুল খান, মাহমুদুল হাসান এবং ফকির আকরাম। ইফতারে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ১৯৭০’র দশক থেকে ২০২০’র দশক পর্যন্ত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। দেশীয় মুখরোচক খাবারের সাথে কলেজ জীবনের স্মৃতিচারণে ইফতার প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

উল্লেখ্য, ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া একটি ফেইসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা আড়াইশো ছাড়িয়ে গেছে। ডিসিএএএ ইনক এনএসডব্লিউ অঙ্গরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন যা ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে