ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি আট পরিবারের ৩৬০০ কোটি টাকা সুইস ব্যাংকে

২০২৫ মার্চ ০৮ ১৩:২৮:০৮
বাংলাদেশি আট পরিবারের ৩৬০০ কোটি টাকা সুইস ব্যাংকে

ডুয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে সুইজারল্যান্ডের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে পরিচিত করা হয়। এর মধ্যে ক্রেডিট সুইস ব্যাংক একটি অন্যতম প্রতিষ্ঠানের নাম। ২০২২ সালে ফাঁস হওয়া সুইস সিক্রেটসের মাধ্যমে প্রকাশিত হয় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে কিছু বাংলাদেশির সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছিলেন।

অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশের ৮টি পরিবারের মোট ৩৬০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইস ব্যাংকে জমা ছিল। এসব পরিবারের অন্তত ৬৮টি একাউন্টে প্রায় ২৬১.৯ মিলিয়ন ডলার (২৬.১৯ কোটি) সুইস ফ্রাঁ রাখা হয়েছিল। একাধিকবার জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে। বেশিরভাগ হিসাব ২০১২ সাল থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময়ে খোলা হয়েছিল এবং কিছু হিসাব বন্ধও করে দেওয়া হয়েছে।

বিশ্বের আলোচিত সামদানি পরিবারের সদস্যরা বিশেষ করে রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি, ছোট ভাই মেহেদী সামদানি ও গোল্ডেন হারভেস্টের পরিচালক মহিয়াস সামাদ চৌধুরী, সুইস ব্যাংকে এক বিশাল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন। এছাড়া আজিজ মোহাম্মদ ভাই, তার বোন নূরজাহান হুদা এবং জামাতা হুদা এল ইদ্রোসসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী পরিবারের হিসাব রয়েছে ব্যাংকটিতে। মিরালী গ্রুপের সদস্যদেরও সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা ছিল, যেমন- মুবারক আলী, সকিনা নাসরুল্লাহ মিরালী ও সামাদ নাসরুল্লাহ মিরালী।

গোল্ডেন হারভেস্ট গ্রুপের কর্ণধার রাজীব সামদানি সুইস ব্যাংকে ১১টি ব্যাংক হিসাব খুলে প্রায় ৭৫৭ কোটি টাকার সমপরিমাণ সুইস ফ্রাঁ জমা রেখেছেন। তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও বিপুল পরিমাণ অর্থ সেখানে রাখার খবর পাওয়া গেছে।

এছাড়া সুইস ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা রাখা পরিবারের মধ্যে রয়েছে হিসামুদ্দিন সালেহ, আব্দুর রউফ চৌধুরী, মাসুক হক, খন্দকার ফিরোজ কাইয়ূম, হিরা রাজ্জাক, মনসুর ইয়াজদানি এবং সিলেটের সাবেক এমপি পরিবারের সদস্যদের হিসাব।

এই অর্থ জমা রাখা কোনও দোষ বা অবৈধ কার্যকলাপের কারণে নয়; এটি সম্পূর্ণ বৈধ হিসেবে বিবেচিত। তবে এর পেছনে কি কোনও অর্থপাচার বা অবৈধ আয়ের ঘটনা ঘটেছে তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

তথ্য: মানবজমিন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে