ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনায় বন্যা, মৃত্যু ১০

২০২৫ মার্চ ০৮ ১২:০৮:৩৯
আর্জেন্টিনায় বন্যা, মৃত্যু ১০

ডুয়া ডেস্ক: আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহরে মুষলধারে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে শহরের ঘরবাড়ি ও হাসপাতাল প্লাবিত হয়েছে এবং বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপি।

আট ঘণ্টা ধরে টানা বৃষ্টির কারণে প্রায় ৩৫০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জোসে পেন্না হাসপাতাল খালি করতে বাধ্য হয়েছে। হাসপাতালের নবজাতক ইউনিট থেকে চিকিৎসকরা শিশুসহ রোগীদের সরিয়ে নিচ্ছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বাহিয়া ব্লাঙ্কা শহরটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটির মেয়র ফেদেরিকো সুসবিয়েলস জানিয়েছেন, প্রায় ১,৩২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং জাতীয় সরকার জরুরি সহায়তার জন্য ১০ বিলিয়ন পেসো (প্রায় ৯.২ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

বুয়েনস আইরেস প্রদেশের নিরাপত্তা মন্ত্রী জাভিয়ের আলোনসো জানিয়েছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শহরে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এক বছরের সমান। এটি একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

এটি ১৯৩০ সালের পরের সবচেয়ে বড় বন্যা যখন বাহিয়া ব্লাঙ্কায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এখন পর্যন্ত শহরের বিমানবন্দর বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ বিপর্যয় ও দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রাদেশিক সরকার হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স এবং উদ্ধার সামগ্রী নিয়ে ট্রাক পাঠানোর ব্যবস্থা করেছে।

উপকূলরক্ষীরা নৌকা দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ফ্লাভিয়া ভিয়েরা রোমেরো নামে এক বাসিন্দা জানিয়েছেন, বৃষ্টির মধ্যে রাস্তা পানিতে ডুবে যাওয়ায় তার বাড়ির এক মিটার দেড় পর্যন্ত পানি প্রবাহিত হয়। তিনি তার বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, নতুন ঝড় আঘাত হানতে পারে। তাই সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এছাড়া বাহিয়া ব্লাঙ্কার প্রধান হাসপাতাল জোসে পেন্নার নিবিড় পরিচর্যাকেন্দ্রের ওয়ার্ডগুলোতে বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে সেখানকার রোগী ও কর্মীদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে