ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নতুন কর্মসূচি দিলো জাতীয় নাগরিক পার্টি

২০২৫ মার্চ ০৮ ১১:৪০:১২
নতুন কর্মসূচি দিলো জাতীয় নাগরিক পার্টি

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি তাদের যাত্রা শুরু করেছে এবং এর নেতৃত্বে আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলাম। দলটি এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রায়েরবাজারে ২৪ শে জানুয়ারি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছে তারা।

গত ৭ মার্চ দলের নির্বাহী কমিটির বৈঠক শেষে সদস্যসচিব আখতার হোসেন জানান, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার সদস্যদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করবে এনসিপি। পরদিন ১১ মার্চ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, কূটনীতিকসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সম্মানে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া আজ (৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে এনসিপি একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে। এই সমাবেশে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষা বিষয়ে দাবিতে তারা সোচ্চার হবে। সমাবেশে উপস্থিত থাকবেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে