ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভিসা বাতিলে নতুন পদ্ধতি শুরু করেছে যুক্তরাষ্ট্রে

২০২৫ মার্চ ০৭ ২২:৫৪:৫২
ভিসা বাতিলে নতুন পদ্ধতি শুরু করেছে যুক্তরাষ্ট্রে

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে। দেশটি ভিসা বাতিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেসব শিক্ষার্থীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন, তাদের ভিসা বাতিল করা হবে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন ব্যক্তিদের ভিসা বাতিল করবে। যারা হামাসের সমর্থক বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত হবে।

ফক্স নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, এক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি হামাস সমর্থক হিসেবে চিহ্নিত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তবে এ বিষয়ে তারা সরাসরি কোন মন্তব্য করেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 'জিরো টলারেন্স' নীতি কার্যকর করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, আইন ভঙ্গকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে