ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে

২০২৫ মার্চ ০৭ ২২:৪৩:৪৫
অবশেষে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে

ডুয়া নিউজ: ২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ রেখেছিল ফিফা। যা দেশের ফুটবল পরিসরে একটি বড় আঘাত হিসেবে দেখা দিযেছিল।

শুক্রবার (০৭ মার্চ) ফিফা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

ফিফার নিষেধাজ্ঞা মুক্তির পর থেকে বাফুফে এখন থেকে আবার স্বাভাবিকভাবে ফিফার অনুদান পাবে।

এর আগে এই অনুদান শর্তযুক্ত ছিল এবং বাফুফে তা পেতে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে ছিল। এখন, বাফুফে আরও বেশি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে পারবে এবং এই সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বিগত সময়কালেও বাফুফের মধ্যে নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দুর্নীতির দায়ে নিষিদ্ধ হন।

পরবর্তী সময়ে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানা করা হয়। এসব ঘটনা বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছিল এবং বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল।

তবে এখন বর্তমানে তাবিথ আওয়ালের নেতৃত্বে বাফুফে এই নিষেধাজ্ঞার অবসানকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে বাংলাদেশের ফুটবল উন্নতির পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে