ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুই দাবি নিয়ে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

২০২৫ মার্চ ০৭ ২১:১১:১৫
দুই দাবি নিয়ে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

ডুয়া ডেস্ক: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম শনিবার থেকে তাদের দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে। শনিবার ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতি দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন তারা। এ কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলবে।

শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সকল প্রকার বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তারা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগের চিকিৎসা কর্মসূচির আওতায় থাকবে না যাতে রোগীদের জরুরি চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে।

এছাড়া দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দুই দফা দাবির মধ্যে রয়েছে:

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. তৃতীয় গ্রেড প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে